আগরতলা, ২২ জুন : উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই অব্যবস্থাপনার অভিযোগ এনেছেন খোদ ভোট কর্মীরা। প্রায় সাড়ে ৩ ঘন্টা নাগাদ লাইনে দাঁড়িয়ে থেকেও মেলেনি ভোট সামগ্রী। তাতে ক্ষুব্ধ হয়েছেন ভোট কর্মীরা।
বৃহস্পতিবার রাজ্যের চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। চারটির মধ্যে একটি কেন্দ্র সুরমা বিধানসভা। বুধবার সকাল ৮টা থেকেই প্রত্যেকটি কেন্দ্রের ভোট কর্মীরা তাদের ভোট কেন্দ্রগুলোতে ভোট সামগ্রী নিয়ে গেছেন। কিন্তু সুরমা কেন্দ্রেই ঘটে বিপত্তি। এদিন সকাল ৮টা থেকে কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গনে দাড়িয়ে ছিলেন ভোট কর্মীরা। কিন্তু তাঁরা যথা সময়ে ভোট সামগ্রীগুলো পাননি। এদিকে অভিযোগ উঠছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসতে দেরি করেছেন। সেই কারনেই এদিন ভোট কর্মীদের সামগ্রী প্রদানে দেরি হয়েছে।

