আগরতলা, ২২ জুন (হি. স.) : ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচনে মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৩২ জন। তাঁদের ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম ও পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ২৮০৫ জন।
আজ মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, ৪টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৩২ জন। এরমধ্যে পুরুষ ৯৩ হাজার ৬৩৮ জন। মহিলা ৯৫ হাজার ৩৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। তাঁর দাবি, এই উপনির্বাচনে ৬৭৩ জন সার্ভিস ভোটার ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেমে (ইটিপিবিএস)-র মাধ্যমে ভোট প্রদান করেছেন।
এছাড়া পোস্টাল ব্যালটে ৮৪১ জন ভোটার ভোট দিয়েছেন। তাছাড়া ৮০ উর্ধ্ব বয়সের ১ হাজার ১০৭ জন, ১৮৪ জন দিব্যাঙ্গজন ভোটার অ্যাবসেন্টি ভোটার ক্যাটাগরিতে প্রথমবারের মতো বাড়িতেই পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।তাঁর বক্তব্য, এই ক্যাটাগরিতে ৬-আগরতলা কেন্দ্রে ২৮১ জন, ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে ৩৭৭ জন, ৪৬-সুরমা (এসসি) কেন্দ্রে ২০৬ জন এবং ৫৭-যুবরাজনগর কেন্দ্রে ৪২৭ জন ভোট দিয়েছেন। পোস্টাল ব্যালটে মোট ৯৫ শতাংশ ভোট পড়েছে।