ইসলামাবাদ, ২২ জুন (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। বুধবার ভোররাতে ৬.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানের পঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিস্তীর্ণ প্রান্তে। ভূকম্পন টের পাওয়া গিয়েছে ইসলামাবাদ, মুলতান, ভাক্কার, ফালিয়া, পেশোয়ার, মালাকান্দ, মিয়ানওয়ালি, পাকপাট্টান ও বুনের প্রভৃতি স্থানে।উৎসস্থল
পাকিস্তানের আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার ভোররাত ১.৫৪ মিনিট নাগাদ অনুভূত হয় ভূমিকম্প। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের খোস্ত থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৫০.৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। যে সময় ভূমিকম্পে অনুভূত হয়, তখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। যাঁরা কম্পন টের পান, তাঁরা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

