দুর্ঘটনায় আহত ১

আগরতলা, ২২ জুন : রাজ্যে যান দুর্ঘটনা অব্যাহত রয়েছে। বুধবার ফের বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন এক ব্যাক্তি। আহত ব্যক্তির নাম নন্দলার সরকার(৫৭)। ঘটনাটি ঘটেছে বিশালগড় পেট্রল পাম্প সংলগ্ন এলাকায়।

ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার সকালে নন্দলাল সরকার নিজ বাইকে চেপে বিশালগড় বাজারের দিকে আসছিলেন। ঠিক সেই সময় বাইকটি  দ্রুতগতিতে থাকায় বিশালগড় পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় আসতেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই গুরুতর আহত হয়েছেন তিনি।  পরবর্তী সময় প্রত্যক্ষদর্শীদের থেকে খবর পেয়ে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে আহত ব্যাক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে এসেছে।  

এদিকে, বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে হাপানিয়া মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন। মূলত, দ্রুতগতির  কারনেই এই দুর্ঘটনা বলে অভিমত প্রত্যক্ষদর্শীদের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *