অগ্ণিপথ প্রত্যাহারের দাবীতে উদয়পুরে বামপন্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ অগ্ণিপথ প্রত্যাহার করো এই স্লোগানে রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে উদয়পুর মহকুমায় বামপন্থী বিভিন্ন সংগঠনের ডাকে  মঙ্গলবার জামতলাতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়৷

উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক নবারুণ দেব, কৃষক নেতা নিতাই বিশ্বাস, নিখিল দাস, দেবাশীষ ধর চৌধুরী, বিধায়ক রতন ভৌমিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ৷ দেশ প্রেমিক  গণতান্ত্রিক জনগণকে অগ্ণিপথের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা৷যুব নেতা নবারুণ দেব বলেন, দেশের নিরাপত্তার সঙ্গে ছিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না৷ বাতিল করতে হবে সর্বনাশা ভয়ংকর অগ্ণিপথ প্রকল্প৷ সেনাবাহিনীর কাঠামো এবং পরিচয়কেই ধবংস করে দেবে অগ্ণিপথ৷ সেনাকে নিয়ে ধান্দাবাজির রাজনীতির তীব্র সমালোচনা করা হয়েছে৷ মঙ্গলবার উদয়পুরের ডাকা বামপন্থী গণসংগঠনের অগ্ণিপথ প্রত্যাহারের বিক্ষোভ কর্মসূচিতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *