BRAKING NEWS

বন্যা : করিমগঞ্জ জেলার ১৫টি সড়কের উপর দিয়ে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা

করিমগঞ্জ (অসম), ২১ জুন (হি.স.) : বন্যার জলে করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ ও বদরপুর টেরিটরিয়াল রোড ডিভিশনের অন্তর্গত ১৫টি সড়ক প্লাবিত হওয়ায় ওই সড়কগুলির উপর দিয়ে সব ধরনের যান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

টেরিটরিয়াল রোড ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তি যোগে এই নিৰ্দেশ দিয়ে বলেছেন, লঙ্গাই-চান্দখানি সড়ক, ফকিরবাজার-নিলামবাজার সড়ক (সাত কিলোমিটার থেকে), বরপুরাহুরিয়া সড়ক(তিন কিলোমিটার থেকে), শ্যামাপ্রসাদ সড়ক (এক কিলোমিটার), এফএন সড়ক থেকে বেদরঙ্গ পার্ট-২, এফএন সড়ক থেকে বেদরঙ্গ পার্ট-১ (প্ৰথম কিলোমিটার), বনমালী ভগিছগি সড়ক, পনেরোঘর থেকে মহিশাসন (পঞ্চম থেকে ষষ্ঠ কিলোমিটার) এফএন সড়ক থেকে প্রাবাত হিজিম আঙ্গুরা, চরগোলা-কালিগঞ্জ সড়ক, পোয়ামারা-কালিগঞ্জ সড়ক, নিলামবাজার-আব্দুল্লাপুর বিলবাড়ি সড়ক, পিকে সড়ক থেকে কামারগ্রাম, কেকে সড়ক থেকে বাছারবন্দ (প্ৰথম কিলোমিটার) এবং বালিয়া-ফাকুয়া সড়কে সব ধরনের যান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার জনগণের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *