নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ এনেকজার ডি ঘর নিয়ে গৌরনগর আরডি ব্লকের বিডিও-র বিরুদ্ধে তালবাহানার অভিযোগ উঠেছে। গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত কংগ্রেস পরিচালিত এগারটি পঞ্চায়েতে এনেকজার ডি অসহায় ঘর প্রাপকরা ঘরের তালিকা থেকে বাদ পড়েছেন। তাই, গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত কংগ্রেস পরিচালিত ১১ টি গ্রাম পঞ্চায়েতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত বন্ধ রেখে গৌরনগর আরডি ব্লকের বিডিও এবং বিজেপির কয়েকজন নেতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে৷
ঘর প্রাপকরা এবং কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্য বলেন, যতদিন পর্যন্ত এনেকজার ডি ঘরের তালিকা সংশোধন করা হবে ততদিন পর্যন্ত পঞ্চায়েতে তালা ঝুলিয়ে রাখা হবে৷ কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানের গুরুতর অভিযোগ, যে সমস্ত পঞ্চায়েতে এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের কোনো লোক নেই সেখানে ব্লকের তরফ থেকে একই নোটিশ পাঠিয়ে বলা হয়েছে এসটি নামের তালিকা পঞ্চায়েতের তরফ থেকে গৌরনগর ব্লকের বিডিওর কাছে প্রেরণ করার জন্য৷ কিন্তু আশ্চর্যের বিষয় যেমনটি লাগাউ গ্রাম পঞ্চায়েতে সংখ্যালঘু অংশের মানুষ ছাড়া অন্য সম্প্রদায়ের কোনো লোক নেই সেই পঞ্চায়েতে কিভাবে এসসি ওবিসি এবং মানুষের নামের তালিকা গৌরনগর ব্লকের বিডিওর কাছে প্রেরণ করা হবে। তা নিয়ে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং সদস্যের মধ্যে চরম অশান্তি বিরাজ করছে৷
অন্যদিকে, অসহায় গরিব অনেক লোক যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নামের তালিকা না দিয়ে কিভাবে গ্রাম পঞ্চায়েতে নেই এমন মানুষের তালিকা পাঠানোর নির্দেশ দিলেন গৌরনগর আরডি ব্লকের বিডিও এই বিষয় নিয়ে সাধারণ ঘর প্রাপক থেকে শুরু করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সুবিধাভোগীদের মধ্যে চরম অশান্তি বিরাজ করছে৷ কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের সাথে গৌরনগর আইডি ব্লকের বিডিও বিজেপি নেতৃত্বের সাথে মিলেমিশে জুমলা বাজি করে যে অনৈতিক বিলিবন্টন শুরু করেছেন তারই বিরুদ্ধে আজ থেকে শুরু হল কংগ্রেস পরিচালিত একটি পঞ্চায়েত বর্জন অভিযান৷
১১টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরা বলেন, যতক্ষণ পর্যন্ত গৌরনগর আর ডি ব্লকের বিডিও এই অনৈতিক সিদ্ধান্ত বাতিল করে সঠিক ঘরের তালিকা প্রেরণ করার জন্য পঞ্চায়েতে নির্দেশনা দেবেন ততক্ষণ পর্যন্ত কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতে তালা ঝুলিয়ে রাখা হবে৷ গৌরনগর আর ডি ব্লকের বিডিওর এই অসাংবিধানিক সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে৷
আজ সকাল ১০টা থেকে কৈলাশহর টিলাগাঁও গ্রাম পঞ্চায়েত, ধলিয়ার কান্দি গ্রাম পঞ্চায়েত, পুব ইয়াজেখাওরা গ্রাম পঞ্চায়েত, পশ্চিম ইয়াজেখাওরা গ্রাম পঞ্চায়েত, খাওরাবিল গ্রাম পঞ্চায়েত, ইরানি গ্রাম পঞ্চায়েত, যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত, মার্র্গুউলি গ্রাম পঞ্চায়েত, ফুলবাড়ী কান্দি গ্রাম পঞ্চায়েত, ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের সাথে বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে আজ থেকে পঞ্চায়েত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান৷