নয়াদিল্লি, ২০ জুন ( হি. স.) : অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে কংগ্রেস সোমবার দ্বিতীয় দিনের জন্য যন্তর মন্তরে একটি বিক্ষোভ করেছে। কেন্দ্রীয় সরকারের কাছে যুবদের স্বার্থে প্রকল্পটি প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।
কংগ্রেস এই প্রতিবাদের নাম দিয়েছে সত্যাগ্রহ। এতে কংগ্রেসের বরিষ্ঠ নেতারা এবং বিপুল সংখ্যক কর্মী অংশ নেন এবং সরকারের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেন। কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্প এনে যুবকদের সঙ্গে প্রতারণা করছে। তবে কংগ্রেস যুবকদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে।
কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, আজ সংগ্রামের দিন। যুব সমাজকে বেকারত্বের পথে ঠেলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। যার বিরোধিতা করে কংগ্রেস যুবকদের পাশে দাঁড়িয়েছে।
কংগ্রেস নেতা সালমান খুরশিদ, মল্লিকার্জুন খাড়গে সহ অনেক প্রবীণ কংগ্রেস নেতা অগ্নিপথ পরিকল্পনা এবং ইডি-র জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যন্তর মন্তরে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, রবিবার, কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী, শচীন পাইলট, দীপেন্দ্র সিং হুডা এবং কেসি ভেনুগোপাল সহ অনেক নেতা বিক্ষোভে অংশ নিয়েছিলেন।