নয়াদিল্লি, ২০ জুন ( হি. স.) : ন্যাশনাল হেরাল্ড মামলায় হাজিরা দিতে সোমবার ইডির দফতরে পৌঁছলেন কংগ্রেস নেতারাহুল গান্ধী। গত শুক্রবারই আর্থিক লেনদেনে অসঙ্গতির মামলায় ফের জিজ্ঞাসাবাদের জন্য কংগ্রেস সাংসদকে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু সেই দিন পিছনোর আর্জি জানিয়ে ইডিকে চিঠি লিখেছিলেন রাহুল। তা মেনে নিয়ে ২০ জুন হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। সেইমতো এদিন সকাল সাড়ে এগারোটার কিছু আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছন রাহুল।
ন্যাশনাল হেরাল্ডের প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালের সম্পত্তির হাতবদল নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর মেলেনি রাহুলের থেকে। সোনিয়া-রাহুলের মালিকানাধীন সংস্থা ইয়ং ইন্ডিয়ার হাতে ওই সব সম্পত্তির মালিকানা চলে যাওয়ায় গান্ধী পরিবারের মুনাফা হয়েছে বলে অভিযোগ। এই ব্যাপারে রাহুল গান্ধীকে গত সপ্তাহে তিনদিন ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গত সোমবৈর থেকে বুধবার টানা তিনদিন ৩০ ঘণ্টার কাছাকাছি সময় রাহুল ইডি দফতরে কাটান। ওই মামলায় আরও কিছু প্রশ্নের উত্তর পেতে শুক্রবারও কংগ্রেস নেতাকে তলব করেছিল ইডি।কিছু ব্যক্তিগত কারণে ওইদিন হাজিরা দিতে চাননি তিনি। সেই কারণে জিজ্ঞাসাবাদের দিন পিছনোর আর্জি জানিয়েছিলেন রাহুল।