অগ্নিপথ প্রকল্পের বিরোধীতায় বিক্ষোভ ডিওয়াইএফআই-র

আগরতলা, ২০ জুন : দেশ, বেকার এবং দেশের নিরাপত্তা বিরোধী প্রকল্প হল অগ্নিপথ। এমনই অভিযোগ এনে রাস্তায় নামল  বাম যুব সংগঠনগুলি। আমাদের দেশের বিজেপি  সরকার  গোটা দেশ লুটছে এবং বিক্রি করছে। যুবকদের এখন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অগ্নিপথ প্রকল্প নিয়ে এভাবেই সুর চড়ালেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব।  

প্রসঙ্গত, অগ্নিপথ প্রকল্পে উত্তাল গোটা দেশ। দেশজুড়ে কেন্দ্রের এই সিদ্ধান্তকে ধিক্কার জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল। সোমবার অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে রাস্তায় নামলেন বাম যুবরা। এদিন বাম সংগঠনগুলির  যৌথ উদ্যোগে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে রাজধানীর বুকে বিক্ষোভ মিছিল করেছেন নেতৃত্বরা।এদিনের এই বিক্ষোভে অংশ নিয়ে ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের বেকার যুবক যুবতীদের ভবিষ্যত প্রশ্ন চিহ্নের মুখে। দেশের নিরাপত্তাও প্রশ্ন চিহ্নের মুখে। যতক্ষণ এই প্রকল্প বাতিল করা হচ্ছে না ততক্ষণ বাম সংগঠনগুলি  বিক্ষোভ চালিয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছেন নবারুণ দেব।