সুদীপের উপর হামলা, বিজেপি কাপুরুষের দল, কড়া সমালোচনায় ডা: অজয় কুমার

আগরতলা, ২০ জুন : সুদীপ রায় বর্মনের উপর হামলার ঘটনায় বিজেপিকে কাপুরুষের দল বলে বিঁধেছেন কংগ্রেস প্রভারী ডা: অজয় কুমার। সাথে তিনি তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীকে একহাত নিয়েছেন। তিনি বলেন, রবিবার রাতে কংগ্রেস নেতা তথা ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুদীপ রায় বর্মনের উপর প্রাণঘাতী হামলা সংঘটিত করেছে একদল দুষ্কৃতী। ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে সুশান্ত চৌধুরীর উপস্থিতি ঘটনাস্থলে লক্ষ্য করা গেছে। তিনি এদিন সাংবাদিক সম্মেলনে হামলার ঘটনার বর্ণনা দিয়ে সমালোচনা করেছেন।

এদিন ডা: অজয় কুমার বলেন, সুদীপ রায় বর্মনকে প্রাণে মেরে ফেলার জন্যই গতকাল এই হামলার সংগঠিত করা হয়েছে। সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত থাকলেও তাঁদের সামনেই গোটা ঘটনাটি ঘটেছে। ভাঙ্গা হয়েছে সুদীপ রায় বর্মনের গাড়ি। ইট দিয়ে তার ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। কিন্তু পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করেনি। রাজ্যের পুলিশ প্রশাসন তাদের প্রাশাসনিক ভূমিকা ভুলে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।তাঁর কথায়, সুশান্ত চৌধুরী গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে বয়ান দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। রাজ্যের মানুষ গোটা ঘটনাটি সম্পর্কে অবগত। তিনি এদিন সুশান্ত চৌধুরীকে তিরস্কার করে বলেন, তাঁর নাম পরিবর্তন করে ফেলা প্রয়োজন। বিজেপি দলকে কাপুরুষের দল বলে তিরস্কার করেছেন কংগ্রেস নেতা ড: অজয় কুমার।