নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): দেশবাসীকে নিয়মিত যোগাভ্যাসের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, সুস্বাস্থ্য ও ভালো থাকার জন্য যোগাভ্যাস করুন। আগামী ২১ জুন, মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবস। তার আগে মাঝেমধ্যেই যোগ নিয়ে টুইট করছেন প্রধানমন্ত্রী। দৈনন্দিন জীবনে যোগাভ্যাসের গুরুত্ব কতটা তাও জানাচ্ছেন দেশবাসীকে।
রবিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “বর্তমান যুগে অ-সংক্রামক এবং জীবনশৈলীগত রোগ ক্রমশ বাড়ছে, বিশেষ করে তরুণদের মধ্যে, আর তাই, যোগা-র গুরুত্বও আরও বেশি হয়ে দাঁড়াচ্ছে। সুস্বাস্থ্য এবং ভালো থাকার জন্য যোগাভ্যাস করুন।”