নয়াদিল্লি, ১৯ জুন হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৯৬.১৪-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে ভারতে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৩ লক্ষ ২৪ হাজার ৫৯১ জন প্রাপক, ফলে ভারতে রবিবার সকাল আটটা পর্যন্ত ১,৯৬,১৪,৮৮,৮০৭ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৮ জুন সারা দিনে ভারতে ৪,৪৬,৩৮৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৫,৭৮,৪১,৬৬৩-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৪৬,৩৮৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২,৮৯৯ জন।