ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন।। আবারও হলো না ম্যাচ। ফলে ভাগ হলো পয়েন্ট। শান্তির বাজার ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্তঃ স্কুল ক্রিকেটে। শনিবার বাইখোরা স্কুল মাঠে বাইখোরা স্কুলের মুখোমুখি হওয়ার কথা ছিল জোলাইবাড়ি স্কুলের। কিন্তু শুক্রবার থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় এদিনও খেলা হতে পারেনি। জানা গেছে, যেহেতু ডাবল লিগে খেলা তাই আপাতত আসর স্থগিত করছে না উদ্যোক্তারা। তবে রবিবারও যদি বৃষ্টির জন্য খেলা না হয় তাহলে অন্য চিন্তাভাবনা করবেন মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা বলে জানা গেছে। তবে আসরে অংশ নেওয়া বিভিন্ন স্কুল থেকে দাবি উঠছে বৃষ্টির কারণে আপাতত আসর স্থগিত রাখার জন্য।
2022-06-18

