চড়িলাম, ১৮ জুন : কলেজ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার। পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারে ঝামেলা ছিল না। ওই নাবালিকা পড়াশোনায় ভালো ছিল। পাড়া-প্রতিবেশী বন্ধু-বান্ধবদের সঙ্গে তার ভাল সম্পর্ক ছিল। সকলের অজান্তেই কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা নিয়ে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। এর পেছনে কী কারণ আত্মগোপন করে রয়েছে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।স্থানীয় সুত্রে খবর, ফাঁসিতে আত্মহত্যা করেছেন কলেজ পড়ুয়া এক ছাত্রী। ঘটনা দক্ষিণ চড়িলাম ন্যাতামুড়া এলাকায়। শনিবার বাড়ির লোকেদের অনুপস্থিতিতে শুখলাল দেবনাথের কলেজ পড়ুয়া ছাত্রী পার্বতী দেবনাথ(২১) নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন। খবর ছুটে আসেন তাঁর বাবা। বিশালগড় থানায় এলাকাবাসী খবর দিলে ছুটে আসে পুলিশ। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে কি কারনে পার্বতী দেবনাথের আত্মহত্যা, সেই বিষয় বলতে পারছেন না পরিবারের লোকজন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কলেজ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তার মা-বাবা, আত্মীয়-পরিজন শোকে বিহ্বল হয়ে পড়েছেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হতে তুলে দিয়েছে পুলিশ।
2022-06-18