Rahul Gandhi: রাহুলকে জেরার প্রতিবাদে দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভ, পুলিশের কলার ধরলেন রেণুকা

বেঙ্গালুরু, ১৬ জুন (হি.স.): ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জেরার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে কর্ণাটক, চন্ডীগড়, তেলেঙ্গানা, রাজস্থান, তামিলনাড়ু-সহ দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস নেতা-কর্মীরা।

এদিন সকালে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস। রাহুলকে জেরার প্রতিবাদে কর্ণাটক কংগ্রেসের কর্মীরা স্লোগান দিতে থাকেন, বিক্ষোভও দেখান তাঁরা। কংগ্রেসের এই প্রতিবাদের জেরে বেঙ্গালুরুতে এদিন যানজটের সৃষ্টি হয়। বিজেপির বিরুদ্ধে স্মারকলিপি ও অভিযোগপত্র জমা দিতে কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে রাজভবন পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয় এদিন। কর্ণাটক কংগ্রেসের প্রদেশ সভাপতি ডি কে শিবকুমার বলেছেন, ন্যায়ের জন্য আমরা লড়াই চালিয়ে যাব। শিবকুমারের কথায়, “বিক্ষোভ প্রদর্শন আমাদের অধিকার, আমরা ন্যায়ের জন্য লড়াই করব। তাঁরা (ইডি) কোনও বিজেপি নেতার বিরুদ্ধে মামলা নিচ্ছে না, শুধুমাত্র কংগ্রেসকে হয়রানি করছে।” বেঙ্গালুরুতে বিক্ষোভ প্রদর্শনের সময় ডি কে শিবকুমার ও সিদ্দারামাইয়া-সহ কয়েকজন কংগ্রেস নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
রাহুলকে ইডি-র জেরার প্রতিবাদে চন্ডীগড়েও এদিন বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীরা। কয়েকজনকে আটক করেছে পুলিশ। একজন কংগ্রেস নেতা জানিয়েছেন, “আমাদের এই প্রতিবাদ চলবে। কংগ্রেস দল সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর পাশে রয়েছে। আমরা পিছিয়ে যাব না, আমরা ভয় পাব না।” তেলেঙ্গানার হায়দরাবাদেও এদিন বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা, পুলিশকে ধাক্কা দিতে দেখা যায় কয়েকজন কংগ্রেস কর্মীকে। একজন পুলিশ কর্মীর ইউনিফর্মের কলার ধরতে দেখা যায় কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরীকে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতেও এদিন বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা।
রাজস্থানের জয়পুরেও রাহুল গান্ধীকে জেরার প্রতিবাদে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। রাজস্থানের মন্ত্রী ও কংগ্রেস নেতা পি খাচারিয়াওয়াস বলেছেন, “তাঁরা রাহুল গান্ধীর কন্ঠস্বর বন্ধ করতে চাইছে। ইন্দিরা গান্ধীর নাতিকে লাঠি দিয়ে ভয় দেখানো সম্ভব নয়, বিজেপির অবসানের নেপথ্যে কংগ্রেসই থাকবে।” কেরলের তিরুবনন্তপুরমেও বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস কর্মীরা। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। উত্তর প্রদেশের লখনউতেও বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *