নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): কংগ্রেস সদর দফতরে ঢুকে দলীয় সাংসদ, নেতা ও কর্মীদের নিগ্রহের প্রতিবাদে রাজ্যসভার চেযারম্যান এম বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করল কংগ্রেস প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন পি চিদম্বরম ও মল্লিকার্জুন খাড়গে-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা।
রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর পি চিদম্বরম বলেছেন, “পুলিশ ৮-১২ ঘন্টার জন্য লিখিত আদেশ ছাড়াই সাংসদদের আটক করেছে, তাঁদের খাবার ও জল দেওয়া হয়নি এবং যখন সাংসদদের গ্রেফতার করা হয়েছিল, তাঁরা জানতে চান কেন গ্রেফতার করা হচ্ছে, পুলিশ কোনও উত্তর দেয়নি… এটা স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন… প্রত্যেকের মৌলিক অধিকার লঙ্ঘিত।” চিদম্বরম আরও বলেছেন, “আমরা রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি এবং বিগত ৩ দিন ধরে পুলিশ যেভাবে কাজ করেছে সে বিষয়ে একটি লিখিত অভিযোগ জানিয়েছি।”
প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “কংগ্রেস নেতাদের বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল। কোনও মামলা নথিভুক্ত হয়নি। আমাদের নেতাদের হাসপাতালে যেতে হয়েছে, কারও পাঁজর ভেঙেছে। আমরা উপরাষ্ট্রপতি-রাজ্যসভা চেয়ারম্যানের কাছে আবেদন করতে এসেছি, আমাদের রক্ষা করা তাঁর কর্তব্য।”