নয়াদিল্লি, ১৩ জুন ( হি. স.) : ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার ইডি দফতরে হাজির দিতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্ভবত সকাল 10 টায় ইডি অফিসে পৌঁছাবেন তিনি। এটাকে ইস্যু বানিয়ে একটা বড় রাজনৈতিক লড়াইয়ে চেষ্টা করছে কংগ্রেস। কংগ্রেস দলীয় সদর দফতর থেকে ইডি সদর দফতর পর্যন্ত প্রতিবাদ মিছিল করার ঘোষণাকরেছে। আইনশৃঙ্খলার কথা বলে কংগ্রেসকে অনুমতি দিতে অস্বীকার করেছে দিল্লি পুলিশ।
তার প্রতিবাদে সারা দেশজুড়ে সত্যাগ্রহের ডাক দিয়েছে কংগ্রেস। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধর্না-মিছিলেরও কর্মসূচি। তবে এই কর্মসূচিতে কোনওরকম জমায়েত, মিছিল, ধর্না করা যাবে না বলে জানিয়ে দিয়েছে দিল্লি প্রশাসন। এমনকী ইডি দফতরের বাইরেও জমায়েত করতে পারবে না কেউ। তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিস। ইডি দফতরের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী।

