বামেদের পক্ষে অসম্ভব, তাই বিজেপিক হারাতে কংগ্রেস ও তিপরা মথার জন্য উপনির্বাচনে ভোট চাইল সিপিআই(এমএল) লিবারেশন

আগরতলা, ১৩ জুন (হি. স.) : বামেদের পক্ষে বিজেপিকে একা পরাস্ত করা সম্ভব নয়, আবারও প্রমাণ মিলল। ত্রিপুরায় উপনির্বাচনে বিজেপিকে হারাতে কংগ্রেস এবং তিপরা মথার পক্ষে ভোট চাইল সিপিআই(এমএল) লিবারেশন। দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকারের সাফ কথা, বিজেপির অপশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছেন। বিরোধীদেরও ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামতে হবে। এক্ষেত্রে বিজেপিকে হারাতে সক্ষম দলকে সমর্থন পরিস্থিতির দাবি।

এদিন সাংবাদিক সম্মেলনে পার্থ বাবু বলেন, ত্রিপুরায় রাজনৈতিক বিকাশের সকলেই দেখতে পারছেন। এমনকি বিজেপির শাসনে দেশের অবস্থা কারোর অজানা নয়। তাঁর বক্তব্য, দেশের অর্থনীতি খাদের কিনারায় দাঁড়িয়েছে। মূল্যবৃদ্ধি ৭.৭৯ শতাংশ বেড়েছে। ৮৪ শতাংশ মানুষের কাজ কমেছে। তেমনি, রাজ্যেও ৩২ হাজারের অধিক আশূন্যপদ পরে থাকলেও কর্মসংস্থানের সুযোগ হবে বলে কেউ মনে করছে না।

তাঁর মতে, উপনির্বাচনে বিজেপিকে মোক্ষম জবাব দেওয়ার দারুন সুযোগ এসেছে। ২০২৩ বিধানসভা নির্বাচনের মহড়া হিসেবে দেখতে হবে। তাই, বিজেপিকে হারাতে সক্ষম দলকে সমর্থনই এখন পরিস্থিতির দাবি। তাঁর সাফ কথা, ৬-আগরতলা এবং ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস, ৪৬-সুরমা কেন্দ্রে তিপরা মথা এবং ৫৭- যুবরাজনগর কেন্দ্রে বামফ্রন্টকে সমর্থন করার জন্য আহবান জানাচ্ছি।তিনি বলেন, বামপন্থী দলের বৈঠকে বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে উপনির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ হলে বিজেপিকে হারানো সম্ভব হবে, সিপিআই(এমএল) লিবারেশন এমন প্রস্তাব দিয়েছিল। কিন্ত সিপিআইএম তাতে আপত্তি করেছিল। অথচ, সাম্প্রতিক পার্টি কংগ্রেসে সিপিএম সমস্ত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার কৌশল নিয়েছে। কিন্ত, ত্রিপুরায় তাঁরা ওই কৌশল নেওয়া অসম্ভব দাবি করছে। তাঁর সাফ কথা, বিজেপি বিরোধী শক্তিকেই উপনির্বাচনে সিপিআই(এমএল) লিবারেশন সমর্থন দেবে।