নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ ত্রিপুরা পিপলস পার্টির পক্ষ থেকে আগরতলা প্রেসক্লাবে রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ মূলত এই সাংবাদিক সম্মেলনে উপ নির্বাচন নিয়ে আলোচনা করেন দলের নেতৃত্বরা৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা পিপলস পার্টির সম্পাদক অঞ্জন শুক্লবৈদ্য সহ অন্যান্য নেতৃত্বরা৷ আগামী ২৩শে জুন উপনির্বাচন আর উপনির্বাচনের বিজেপি প্রার্থীর যে বিরোধী প্রার্থী রয়েছে তাদেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন পিপলস পার্টির সম্পাদক অঞ্জন শুক্লবৈদ্য৷ আসন্ন উপনির্বাচনে এরাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিস্থাপন, ধর্ম নিরপেক্ষ ও বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে রক্ষা করতে এবং সাম্প্রদায়িকতা ও উগ্র হিন্দুত্ববাদকে পরাস্ত করতে বিজেপির বিরুদ্ধে সম্ভাব্য বিজয়ী প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান রেখেছে ত্রিপুরা পিপলস পার্টি৷ অঞ্জন শুক্লবৈদ্য এর কথায়, ত্রিপুরার যে চারটি কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তারমধ্যে হেভিওয়েট দুটি কেন্দ্র রাজধানীর বুকে রয়েছে৷ যেমন ৬ আগরতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসেবে রয়েছেন সুদীপ রায় বর্মন৷ উনার কথায়, ওই কেন্দ্রের সম্ভাব্য বিজয়ী দল কংগ্রেসই৷ তাই কংগ্রেস প্রার্থীদের এদিন ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷
2022-06-12