Karol Bagh : করোলবাগ জুতার বাজারে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩৯ টি ইঞ্জিন

নয়াদিল্লি, ১২ জুন ( হি. স.) : রবিবার ভোরে মধ্য দিল্লির করোলবাগ এলাকায় জুতার বাজারে একটি বিশাল অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর ৩৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়।

দিল্লি দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ বলেন, “এদিন সকাল ৪টায় গাফফার করোলবাগের জুতার বাজারে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় এবং ৩৯টি দমকল টেন্ডার ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এমন কি আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”
হিন্দুস্থান সমাচার /সঞ্জয়

১২ ঘণ্টার অভিযান শেষে পুলওয়ামায় নিকেশ তিন লস্কর জঙ্গি
পুলওয়ামা, ১২ জুন ( হি. স.) : অবশেষে জঙ্গি নিধনে ১২ ঘণ্টার অভিযান শেষে বড় সাফল্য পেল কাশ্মীর পুলিশ। পুলওয়ামায় পুলিশের গুলিতে খতম হল তিন লস্কর জঙ্গি। শনিবার রাত থেকেই পুলওয়ামার ড্রাবগাম এলাকায় পুলিশ-জঙ্গি গুলির লড়াই বাধে। ১২ ঘণ্টা ধরে চলা ওই অভিযানে শেষ পর্যন্ত তিন জঙ্গিকে নিকেশ করে কাশ্মীর পুলিশ।

টুইটে কাশ্মীর পুলিশ জানিয়েছে, এনকাউন্টারে জুনেইদ শেরগোজরি, ফাজিল নাজির ভাট এবং ইরফান মালিক নামে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। এরা সবাই লস্কর-ই-তইবার সদস্য। এনকাউন্টারস্থল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মিলেছে ২ টো একে-৪৭ রাইফেল, পিস্তল, গ্রেনেড এবং কয়েক রাউন্ড তাজা গুলি। এদের মধ্যে জুনেইদ শেরগোজরি কাশ্মীর পুলিশ রিয়াজ আহমেদ খুনে জড়িত ছিল। গত ১৩ মে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় রিয়াজের। বাকি দুই জঙ্গি ফাজিল ও ইরফান পুলওয়ামারই বাসিন্দা।
উপক্যতায় জঙ্গি কার্যকলাপ রোধে আরও আগ্রাসী হয়ে উঠেছে পুলিশ ও সেনাবাহিনী। শনিবারই বারামুল্লায় পুলিশের হাতে ধরা পড়ে দুই জঙ্গি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *