নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ উপ নির্বাচনের প্রচার অনেক আগে থেকেই শুরু করেছে প্রত্যেকটি দল৷ শাসক থেকে বিরোধী প্রত্যেকেই নির্বাচনে এক টুকরো জমি ছাড়তে নারাজ৷ রবিবার বিধায়ক সুরজিৎ দত্তের উদ্যোগে ৮ নং টাউন বড়দোয়ালি এলাকায় বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে নিয়ে এক বাইক রেলির আয়োজন করা হয়৷ বিধায়কের বাসভবনের সামনে থেকে একটি বাইক রেলি বড়দোয়ালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে রবিবার৷ এদিন বিপুল সংখ্যক দলীয় কর্মকর্তা এই বাইক রেলিতে উপস্থিত ছিলেন৷ ডা: মানিক সাহা এদিন বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন এই রেলিটি সংঘটিত করার জন্য৷ ডা: মানিক সাহার কথায়, খুব কম এমন পরিস্থিতি আসে সে সরাসরি মুখ্যমন্ত্রীকে ভোট প্রদান করতে পারে কোনো এলাকা৷ তিনি বলেন, বড়দোয়ালি এলাকার মানুষ সেই সুযোগ পেয়েছেন৷ সরাসরি মুখ্যমন্ত্রীকে ভোট প্রদান করার৷ তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে আগামী ২৩ জুন বিজেপির পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন তিনি৷
2022-06-12