আগরতলা, ১১ জুন : আরক্ষা প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে নেশা কারবারিরা চালিয়ে যাচ্ছে রমরমা বাণিজ্য। রাজধানীর প্যালেস কম্পাউন্ড এলাকায় চন্দ্রমহলের সামনে এক স্কুটি থেকে ছিটকে পড়ল বেশ কিছু ব্রাউন সুগারের কৌটা। ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে চালকরা। স্থানীয়রা পশ্চিম থানায় খবর দিলে পুলিশ এসে কৌটা গুলিকে উদ্ধার করে নিয়ে গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা গেছে, আজ রাজধানীর চন্দ্রমহলের পাশের রাস্তা দিয়ে স্কুটি করে দুই যুবক কয়েকটি ব্রাউন সুগারের কৌটা নিয়ে যাচ্ছিল। সেই সময় আচমকা স্কুটি থেকে রাস্তায় ছিটকে পরে যায় ব্রাউন সুগারের কৌটাগুলি। প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, স্কুটি থেকে ব্রাউন সুগারের কৌটাগুলি যখন রাস্তায় পড়েছিল তখন স্কুটি চালক দাঁড়িয়েছিল। স্কুটি থেকে ওই দুই যুবক পিছনের দিকে ফিরেও তাকিয়েছিল। কিন্তু স্কুটি থেকে না নেমে তারা পালিয়ে গেছে।
স্থানীয় মানুষ বিষয়টি প্রত্যক্ষ করে পুলিশকে খবর দিয়েছে। পশ্চিম আগরতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছে এবং ব্রাউন সুগারের কৌটাগুলি উদ্ধার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার পুলিশ শহরের বুকে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ব্রাউন সুগার পাচারকারি দুই যুবককে চিহ্নিত করে আটক করতে পারে কিনা।তবে শহরের বুকে এধরনের পাচারকারিরা দিনের আলোতে ঘুরে বেড়ালেও তাদের আটক করতে ব্যর্থ হচ্ছে পুলিশ, এমনটাই অভিযোগ। এক প্রকার পুলিশকে ঘুমে রেখেই পাচারকারিরা সক্রিয় হয়ে ঘুরে বেড়াচ্ছে রাজ্যে। তবে কি নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন অধরাই থাকছে? প্রশ্ন জনমনে।