আগরতলা, ১১ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে রামনগর বালিকা বিদ্যালয়ে সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোট কেন্দ্র স্থাপন করা হবে। আজ মুখ্য নির্বাচনী আধিকারিক বিদ্যালয় চত্বর পরিদর্শনে গিয়ে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেছেন। তাঁর সাথে ছিলেন রিটার্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্যরা।
এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, নির্বাচন দফতর এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনের সমস্ত আয়োজন করা হচ্ছে। সে মোতাবেক ভোট কেন্দ্রে স্থাপন এবং তার জন্য দরকারি প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সাথে তিনি যোগ করেন, রামনগর বালিকা বিদ্যালয়ে সম্পূর্ণ মহিলা পরিচালিত দুইটি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। ওই ভোট কেন্দ্রে প্রেসাইডিং অফিসার, মাইক্রো অবজারভার, ভোট কর্মী সহ সমস্ত নির্বাচনী ব্যবস্থাপনায় মহিলারাই থাকবেন।
তাঁর কথায়, বর্ষা মরশুমে নির্বাচনের সূচী নির্ধারিত হওয়ায় প্রাকৃতিক বিপর্যয় যেমন বৃষ্টি কিংবা বজ্রপাতের পরিস্থিতিতে ভোটারদের জন্য করিডোর কিংবা শ্রেণিকক্ষে দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।
তিনি এদিন আশ্বস্ত করেছেন, ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিং এবং ভিডিওগ্রাফি নিশ্চিত করা হবে। ভোটারদের গোপনীয়তাও বজায় রাখা হবে। প্রত্যেক ভোটকেন্দ্রে প্রবেশ এবং বাহিরে যাওয়ার যায় পৃথক দ্বার নির্ধারিত থাকবে। নির্বাচনী আধিকারিকদের পরামর্শ মেনেই সমস্ত আয়োজন করা হচ্ছে, বলেন তিনি।