Chase Olympiad : চেস্ আলিম্পিয়াডে আমন্ত্রিত মুসকান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুন।।ত্রিপুরার মুসকান-কে চেস অলিম্পিয়াডে আমন্ত্রণ। খেলার জন্য নয়, তবে আমন্ত্রণ এসেছে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালনের জন্য। নিঃসন্দেহে এটি একটি অসামান্য সম্মান স্বরূপ আমন্ত্রণ। ভারতে প্রথম বারের মতো চেস অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৭ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত তামিলনাড়ুর চেন্নাইয়ে ৪৪-তম চেস অলিম্পিয়াড- 2022 অনুষ্ঠিত হবে। বিশ্বের সর্ববৃহৎ দাবা প্রতিযোগিতার আয়োজন এটি। ১৯০ এর অধিক সংখ্যক দেশ থেকে ১৭৫০ জনেরও বেশি দাবাড়ু এতে অংশ নেবে। ভারতের “চেস ক্যাপিটাল” হিসেবে বিখ্যাত চেন্নাই শহরে এবারকার এই আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালনের জন্য ত্রিপুরার প্রতিভাবান মহিলা দাবাড়ু মুসকান দেবনাথ আমন্ত্রণ পেয়েছে। ৪৪-তম চেস অলিম্পিয়াড টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এক আমন্ত্রণপত্রে মুসকানকে বলা হয়েছে ২১ জুলাই তারিখে চেন্নাইতে প্রয়োজনীয় কাগজপত্রসহ রিপোর্ট করার জন্য। ভলেন্টিয়ারের দায়িত্ব পালনের জন্য কিছু প্রশিক্ষণের বিষয় রয়েছে। তাই টুর্নামেন্ট শুরুর ৬ দিন আগেই মুস্কানকে ডেকে নেওয়া হচ্ছে। ১১ আগস্ট এক অনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালনের প্রশংসা পত্র প্রদান করার মধ্য দিয়ে মুসকানকে সম্মানিত করা হবে। মুসকানকে প্রয়োজনীয় নির্দেশাবলী সহ তার আমন্ত্রণ পত্রে ফিডে চেস অলিম্পিয়াড টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অভিনন্দনও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *