আগরতলা, ৯ জুন : পুর ভোটের পর এবার উপনির্বাচন। জমি শক্ত করতে প্রস্তুত তৃণমূল কংগ্রেসও। চারটি আসনেই উপনির্বাচনে প্রার্থী দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্না দেব আজ জিবি বাজার এলাকায় নির্বাচনী প্রচার করেছেন। দলের সভাপতি সুবল ভৌমিককে সঙ্গে নিয়ে এই প্রচার করেছেন তিনি।
পান্না দেবের কথায়, আগে কাউন্সিলার থাকাকালীন সময়ে এই এলাকার মানুষের দাবিকে প্রাধান্য দিয়েছেন তিনি। অলি গলিতে রাস্তা করে দিয়েছেন। রাজনীতির ভেদাভেদ ভুলে মানুষের পাশে থেকেছেন। তাই এই নিরিখে মানুষ তাঁর পাশে আছে বলে দৃঢ়তার সাথে বলেন তিনি।
উপনির্বাচনে শহরের দুটি আসনেই প্রচারের ময়দানে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। নির্বাচনী দিন ক্ষন যত ঘনিয়ে আসছে ততই প্রচারে তেজী আনছে শাসক-বিরোধীরা। এখন অপেক্ষা ২৩ জুনের।

