Khelo India :খেলো ইন্ডিয়ায় হরিয়ানাকে ছাপিয়ে মহারাষ্ট্র ৫ম দিন পদকহীন ত্রিপুরা সেই ষোলোতেই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুন।। পদক জয়ের খরা কাটেনি ত্রিপুরা শিবিরের। হরিয়ানার পঞ্চকুলায় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে্ ত্রিপুরার অবস্থান সেই ষোলোতেই রয়েছে। ৩৫ রাজ্য দলের আসরে আয়োজক হরিয়ানাকে ছাপিয়ে গেছে মহারাষ্ট্র। পঞ্চম দিনের শেষে মহারাষ্ট্র ২৪টি সোনাসহ ৬৭টি পদক পেয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে। আয়োজক হরিয়ানা ২৩টি সোনা সহ ৭৩টি পদক নিয়ে দ্বিতীয় শীর্ষে রয়েছে। উত্তর-পূর্ব ভারতের মধ্যে মনিপুরের অবস্থান অনেকটা ভালো। মণিপুরে এ পর্যন্ত বারোটি স্বর্ণপদকসহ ১৭টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ত্রিপুরা অনেকটাই গৌরবান্বিত দুটি স্বর্ণপদক ও দুটি ব্রোঞ্জ পদকসহ মোট চারটি পদক পেয়ে ১৬ নম্বর স্থানে অবস্থান করছে। উল্লেখ্য, বড় বড় প্রদেশ কর্ণাটক ২১শে, উড়িষ্যা ২৩শে, হিমাচল প্রদেশ ২৪শে, গুজরাট ২৬শে, বিহার ২৮শে অবস্থান করছে দেখে খেলাধুলায় রাজ্য সমূহের অবস্থান আঁচ করে অনেকেই অনেক কিছু বলছেন। সারা দেশ জুড়ে ক্রীড়া পরিকাঠামো, প্রশিক্ষণ বিষয়ে আরো আলোচনা ও বাস্তবায়নের প্রয়োজন রয়েছে বলে ক্রীড়ামোদী মহলের ধারণা। এদিকে, আজ বুধবার, ত্রিপুরার ফলাফলে – অ্যাথলেটিক্সে সুমিতা দেববর্মা ১০০ মিটার হার্ডলসে ফাইন্যাল রাউন্ডে উঠে। পরে বিকালে ফাইন্যালে রাউন্ডের লড়াইয়ে শেষ স্থান পায়। ডিসকাসে বন্যা সরকার বিদায় নেয় বিকালে ২০০ মিটার দৌড়ে বালিকা বিভাগে ঝর্ণা বালা দেবনাথ হিটে বিদায় নেয়। বালক বিভাগে কুশ কুমার দত্ত  ফাইন্যাল রাউন্ডে উঠে। আগামীকাল ফাইন্যাল। আম্বালায় সাঁতারে নয়ন দে ও প্রশান্ত পোদ্দার ২০০ মিটার  ফ্রি স্টাইলে, রিয়াজ ত্রিপুরা, ২০০ মিটার বাটারফ্লাইয়ে, সাকিব উদ্দিন ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে, আসমা দেববর্মা ও অনিন্দিতা দেবনাথ ৫০ মিটার বাটারফ্লাইয়ে এবং মহিমা সেন ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে হিট থেকেই ছিটকে যায়। কালারিপাট্টায়ার দুজন লড়াই করবে। তারা দিল্লী থেকে এসেছে। জুডো আগামী ১০ জুন থেকে শুরু হবে। টেনিস আগামীকাল কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা রয়েছে।