ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।। রাজ্যের স্বনামধন্য প্রাক্তন যোগাবিদ তথা শারীর শিক্ষক কিশোর কুমার দাস সোমবার রাত সোয়া নয়টায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। ১৯৯১ সালের ১৬ই জানুয়ারী ক্রীড়া দপ্তরে শারীর শিক্ষক হিসেবে যোগ দেন। ৩১শে ডিসেম্বর ২০২৮ সালে অবসর নেয়ার কথা ছিল ওনার। কিন্তু তার আগেই চির বিদায় নিলেন তিনি। ৮০ দশকে যোগাসনে রাজ্যের হয়ে অসংখ্য পদক কুড়িয়েছেন জাতীয় আসর থেকে। খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়ায় কর্মরত ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। ত্রিপুরা স্পোর্টস স্কুলেও কিছুদিন কর্মরত ছিলেন। গত তিন বছর ধরে স্নায়ু রোগে আক্রান্ত হয়ে প্রায় শয্যাশায়ী ছিলেন। সকলের প্রিয় ও মৃদুভাষী, ওনার প্রশিক্ষনে বহু যোগাবিদ জাতীয় আসর থেকে পদক কুড়িয়েছে। মৃত্যু কালে দুই ছেলে ও স্ত্রী সহ বহু গুণমুগ্ধ ছাত্র এবং ছাত্রী রেখে গেছেন। তাঁর অকাল প্রায়নে রাজ্যের ক্রীড়া জগতের অপুরনিয় ক্ষতি হল বলা যায়। মঙ্গলবার ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছাত্র ছাত্রীরা ও সকল সহ কর্মীরা এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানান। শারীর শিক্ষক প্রনব অখণ্ড তাঁর সম্পর্কে বিশদ আলোচনা করেন। তাছাড়া রাজ্য শারীর শিক্ষা কর্মচারী সঙ্ঘের সচিব নিখিল সাহা, সভাপতি দিব্যেন্দু দত্ত শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
2022-06-07