Trees Fall On The National Highway : জাতীয় সড়কে গাছ পড়ে বিপত্তি

তেলিয়ামুড়া, ৩ জুন : হঠাৎই বিশাল আকারের গাছ পড়ে বিপদজনক পরিস্থিতি হয়েছে জাতীয় সড়কের। ঘটনাটি ঘটেছে বড়মুড়ায় জাতীয় সড়কে। প্রতিদিনকার মত ব্যস্ততম জাতীয় সড়কে গাড়ি চলাচল করছিল। আচমকাই রাস্তার উপর ভেঙ্গে পড়ে বিশাল আকার একটি গাছ। যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে প্রচুর যানবাহন আটকে পড়ে জাতীয় সড়কে। একপ্রকার অচলাবস্থার সৃষ্টি হয় এদিন। রাস্তার দুদিক থেকেই বহি: রাজ্যগামী ট্রাক থেকে শুরু করে ছোট-বড় যানবাহন আটকে পড়ে। যদিও কিছুক্ষণের মধ্যেই বন কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজে হাত লাগান। কয়েক ঘন্টার মধ্যেই গাছ সরিয়ে স্বাভাবিক করা হয় জাতীয় সড়কে যান চলাচল।