নয়াদিল্লি, ৩ জুন(হি.স) : শুক্রবার জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং অন্যান্য শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
জানা গিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ দিলবাগ সিংও বৈঠকে অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা ছাড়াও এই বৈঠকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের মহাপরিচালক কুলদীপ সিং এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রধান পঙ্কজ সিংও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক কাশ্মীরি পণ্ডিতদের হত্যার প্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসবাদীরা বিজয় কুমার নামে এক ব্যাঙ্ক ম্যানেজারকে তার অফিসের বাইরে গুলি করে হত্যা করে। ঘটনাটি ঘটেছে কুলগামের আরেহ মোহনপোড়ার এলাকি দেহাতি ব্যাঙ্কে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, নিষিদ্ধ লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসবাদী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।
তার কয়েকদিন আগেও জম্মুর সাম্বা জেলার বাসিন্দা ৩৬ বছর বয়সী হিন্দু মহিলা শিক্ষিকা রজনী বালাকে কুলগামের গোপালপোড়ার একটি সরকারি স্কুলে সন্ত্রাসবাদীরা গুলি করে হত্যা করেছিল। এছাড়া গত মাসে কাশ্মীরি পণ্ডিত কর্মচারী রাহুল ভাট সহ – দুই সাধারণ নাগরিক এবং কাশ্মীরে তিন পুলিশ সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছিলেন।