আগরতলা, ২ জুন : এবার মন্দিরের প্রণামিতেও চোরের থাবা পড়েছে। রাজধানী আগরতলায় প্রাণ কেন্দ্রে রাতের অন্ধকারে এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে পথচারীরা এই চুরির ঘটনা প্রত্যক্ষ করে পুলিশে খবর দিয়েছে।
পুলিশ জানিয়েছে, অফিসলেনস্থিত শনি মন্দিরে বুধবার রাতে নিশিকুটুম্বের দল হানা দিয়েছিল। মন্দিরের প্রনামী বাক্স থেকে নগদ টাকা লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে প্রাত:ভ্রমনকারীরা এই ঘটনা প্রত্যক্ষ করেন। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। শহরের প্রাণ কেন্দ্রে মন্দিরে এধরনের চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী।