ভোপাল, ১ জুন (হি.স.): ক্রমাগত উন্নয়নের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলছে মধ্যপ্রদেশ। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডার কথায়, সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় মধ্যপ্রদেশে ২৩ লক্ষ অ্যাকাউন্ট খোলা হয়েছে। পাঁচবার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর শহর। মধ্যপ্রদেশ নারীর ক্ষমতায়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মধ্যপ্রদেশের ভোপালে সাংবাদিকদের মুখোমুখি হন নাড্ডা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।
নাড্ডা বলেছেন, “প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে ৮২ লক্ষ কৃষককে অর্থ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকার আলাদাভাবে বার্ষিক ৪ হাজার টাকার সুবিধা দিয়েছে। প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনায় মধ্যপ্রদেশ প্রথম স্থানে রয়েছে।” নাড্ডা আরও বলেছেন, “প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় মধ্যপ্রদেশে ৩৫ লক্ষ বাড়ি গ্রামীণ এলাকায় এবং ৭ লক্ষ বাড়ি শশহুরে এলাকায় তৈরি করা হয়েছে। গরীব কল্যাণ অন্য যোজনার অধীনে মধ্যপ্রদেশে ৪৩.৫৩ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।” কংগ্রেসকে আক্রমণ করে নাড্ডা বলেছেন, “কমলনাথের সরকার মধ্যপ্রদেশের অনেক প্রকল্প বন্ধ করে দিয়েছিল। দুর্নীতি, কংগ্রেস ও কমিশন একসঙ্গে চলছিল। মধ্যপ্রদেশে এই পরিস্থিতি বদলাতে বিজেপি সরকারের অনেক অবদান রয়েছে।”