Pinarayi Vijayan : বলিউড গায়ক কে কে-র মৃত্যুতে শোক প্রকাশ কেরলের মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ১ জুন(হি.স) : সুপরিচিত বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের (কে কে) অকাল মৃত্যুতে বুধবার শোক প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এদিন তিনি টুইটে লিখেছেন, “কৃষ্ণকুমার কুন্নাথ, জনপ্রিয়ভাবে কে কে নামে পরিচিত, একজন ভার্স্টাইল গায়ক ছিলেন যিনি তাঁর অনন্য কণ্ঠ দিয়ে আমাদের মুগ্ধ করেছিলেন। তাঁর অকালমৃত্যুর খবরে ব্যথিত। জন্মসূত্রে একজন মালয়ালি, কে কে-এর আকস্মিক চলে যাওয়া ভারতীয় সঙ্গীতের জন্য একটি বিশাল ক্ষতি। তার পরিবার এবং ভক্তদের প্রতি গভীর সমবেদনা। “

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় একটি কনসার্টের পরে হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কে কে একজন ভার্স্টাইল গায়ক, যিনি হিন্দি ভাষা ছাড়াও তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম, মারাঠি এবং বাংলা সহ অন্যান্য ভাষার গান গেয়েছেন। কেকে-র মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।