Arvind kejriwal: সত্যেন্দ্র জৈনকে দেশপ্রেমিক বললেন কেজরিওয়াল, বললেন তাঁর পদ্মবিভূষণ পাওয়া উচিত

নয়াদিল্লি, ১ জুন (হি.স.): হাওয়ালার মাধ্যমে বেআইনি ভাবে অর্থ লেনদেনে ধৃত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ‘দেশপ্রেমিক’ আখ্যা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বুধবার সত্যেন্দ্র জৈনের ভূয়সী প্রশংসা করে কেজরিওয়াল বলেছেন, তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা উচিত। এদিন করোনেশন স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “সত্যেন্দ্র জৈন একজন দেশপ্রেমিক। তাঁকে নিয়ে গর্ব করা উচিত দেশের, তিনি দিল্লিতে মহল্লা ক্লিনিক দিয়েছেন। সমগ্র বিশ্বের মানুষ তা দেখতে এসেছে। তাঁকে পদ্মবিভূষণ দেওয়া উচিত। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে দিন, সিবিআই ইতিমধ্যেই তাঁকে সাফ করেছে, ইডিও তাই করবে।” প্রসঙ্গত, বেআইনি ভাবে অর্থ লেনদেনে ধৃত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন আগামী ৯ জুন পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছেন। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে কয়েক ঘণ্টা জেরার পরে সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সত্যেন্দ্রকে গ্রেফতার করে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *