আগরতলা, ১ জুন৷৷ রাজধানী আগরতলা শহরের মোটর স্ট্যান্ড এলাকা থেকে বুধবার সকালে এক যুবককে নেশা কারবারি সন্দেহে আটক করে বেঁধে রাখে স্থানীয় কিছু লোকজন৷
জানা গেছে, ওই যুবকের বাড়ি অভয়নগর এলাকায়৷ বুধবার সকালে স্কুটি নিয়ে এই উপজাতি যুবক এসেছিল দুধের প্যাকেট কিনে নিতে৷ তখনই নাকি স্থানীয় কিছু অত্যুৎসাহী লোকজন তাকে নেশা কারবারি সন্দেহে আটক করে উত্তম-মধ্যম দেয়৷ এমনকি তাকে বেঁধে রাখা হয়৷ তাকে বেঁধে রেখে তার কাছ থেকে স্ত্রীর টেলিফোন নাম্বার সংগ্রহ করে তার স্ত্রীকে ফোন করে ওইসব লোকজনরা৷ ফোনে তার স্ত্রীর কাছে এক লক্ষ টাকা দাবি করে৷ আটক যুবকের স্ত্রী টাকা দিতে অস্বীকার করেন৷ ওই অসহায় মহিলা বিষয়টি পূর্ব থানার পুলিশকে জানান৷
খবর পেয়ে পূর্ব থানার পুলিশ এসে ওই যুবককে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ পরবর্তী সময়ে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়৷ রাজধানী আগরতলা শহরে একের পর এক আইন হাতে তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ মঙ্গলবার বিকেলেও রাজধানী আগরতলা শহরের পূর্ব থানা সংলগ্ন এলাকায় আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে৷ পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এসব ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী৷ একাংশের লোকজন আইন হাতে তুলে নিয়ে এলাকার পরিবেশ কলুষিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ৷ যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদের চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷