মানকাচর (অসম), ১ জুন (হি.স.) : মানকাচরের বৰ্মণপাড়া গ্রামের নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া বালিকার মৃতদেহ আজ বুধবার উদ্ধার করেছে এসডিআরএফ৷
উল্লেখ্য, মানকাচর থানার অন্তৰ্গত জোড়ডাঙার বৰ্মণপাড়া গ্রামের বুক চিরে প্রবাহিত কালোনদীতে অন্যান্যদিনের মতো গত সোমবার দুপুরের দিকে স্নান করতে নেমেছিল সংশ্লিষ্ট গ্রামের বসিন্দা জনৈক আখেরুল ইসলামের বছর ১১-এর মেয়ে মুক্তারা ভানু৷ কিন্তু নদীতে জলের স্রোতে তলিয়ে যায় বালিকা মুক্তারা৷ নদীতে তলিয়ে যাওয়ার পর সোমবার থেকে তাকে জীবন্ত উদ্ধার করতে মানকাচর পুলিশ এবং এসডিআরএফ অভিযান চালায়৷
কিন্তু গত দুদিনের দুরন্ত অভিযানে মেয়েটির কোনও সন্ধান বের করতে পারেনি এসডিআরএফ৷ অবশেষে আজ সকাল প্রায় ৬.০০টা নাগাদ এলাকার জনতা মানকাচরের নিকটবর্তী কালোনদীতে বালিকা মুক্তারা ভানুর মৃতদেহ ভাসছে দেখে খবর দেন থানায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। আসে এসডিআরএফও। তাঁরা স্থানীয় মানুষ এবং গ্রামরক্ষী বাহিনীর সহযোগিতায় বালিকা মুক্তারা ভানুর মৃতদেহ উদ্ধার করে মানকাচর থানায় নিয়ে আসে। এর পর আইনি প্রক্রিয়া শেষে তার মৃতদেহের ময়না তদন্তের জন্য ধুবড়ি সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়৷