খুমুলুঙ-এ পঁচাগলা মৃতদেহ উদ্ধারে আতঙ্ক

আগরতলা, ৩১ মে : পচাগলা মৃতদেহ উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে টিটিএএডিসি সদর খুমুলুঙ এলাকা জুড়ে।  ঘটনাস্থলে পৌছে পুলিশ ও ফরেনসিক টিম মৃতদেহ সংশ্লিষ্ট প্রমাণ সংগ্রহের চেষ্টা করেছে। মৃত ব্যাক্তির পরিচয় জানা যায়নি। তবে খুন না আত্মহত্যা, পুলিশ তদন্ত শুরু করেছে। 

মঙ্গলবার খুমুলুঙ ফরেস্ট চৌমুহনী এলাকায় অবস্থিত খুম্পুই স্কুলের বিপরীতে থাকা রাস্তার পাশের জঙ্গল থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিন দুর্গন্ধ ছড়াতেই এলাকাবাসীরা খবর দেয় রাধাপুর থানায়। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। ডাকা হয় ফরেন্সিক টিমকে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ১৫ থেকে ২০ দিন পুরনো। মৃতদেহে পচন ধরেছে। কঙ্কাল অবস্থায় উদ্ধার হয়েছে মৃতদেহ। ফলে ময়না তদন্ত ও ফরেনসিক টিমের রিপোর্ট পেলে তবেই সমস্ত বিষয় স্পষ্ট হবে। 

এদিকে, মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর শুনে অনেকেই ঘটনাস্থলে ভীড় জমিয়েছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, মৃতদেহ যেখানে উদ্ধার হয়েছে সেখানে গাছে একটি তার বাঁধা অবস্থায় ছিল। আবার সেই তারটি কাটাও ছিল। তাতে, তাদের সন্দেহ এটি হত্যার ঘটনা হতে পারে। অন্যদিকে, মৃতদেহ উদ্ধারের খবর শুনে এক মহিলা ঘটনাস্থলে আসেন। গত মঙ্গলবার তাঁর স্বামী নিখোঁজ হয়েছেন।  তবে মৃতদেহটি আরো পুরনো বলে ধারণা করা হচ্ছে।  পুলিশের কথায়, মৃতদেহ আরো পুরনো হওয়ায় মহিলা ফিরে গেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।