চন্ডীগড়, ৩০ মে (হি.স.): পঞ্জাবের কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসওয়ালার মৃত্যুর ঘটনায় সিবিআই ও এনআইএ তদন্ত চাইলেন তাঁর বাবা বলকৌর সিং। সোমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংকে চিঠি লিখে ছেলের মৃত্যুর ঘটনায় সিবিআই ও এনআইএ তদন্ত চাইলেন সিধুর বাবা। হাইকোর্টের একজন বিচারপতির অধীনে সিবিআই ও এনআইএ তদন্ত চেয়েছেন সিধুর বাবা।
পঞ্জাবে শুভদীপ সিং সিধু পরিচিত সিধু মুসওয়ালা নামে। রবিবার মানসায় নিজের বাড়ি ফেরার পথে তাঁর গাড়ি ঘিরে ধরে গুলিবৃষ্টি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় সিধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার ফরেনসিক টিম মানসা থানায় পঞ্জাবি গায়ক সিধুর গাড়ি নিরীক্ষণ করেন। নমুনা সংগ্রহ করেন ফরেনসিক টিমের সদস্যরা।
এদিকে, সিধু মুসওয়ালার নিরাপত্তা শিথিল করার সিদ্ধান্ত নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ডিজিপি-র রবিবারের বক্তব্যেরও ব্যাখ্যা চেয়েছেন তিনি। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, “রাজ্য সরকার তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে, কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না।” পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারকের অধীনে মামলাটি তদন্ত করার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করবে পঞ্জাব সরকার।