Nepal Plane Crash: নেপালে বিমান দুর্ঘটনায় ১৬টি দেহ উদ্ধার, নিখোঁজ আরও ৬ জন

কাঠমাণ্ডু, ৩০ মে (হি.স.): নেপালে বিমান দুর্ঘটনায় উদ্ধার হল ১৬ জনের দেহ। এখনও নিখোঁজ আরও ৬ জন, বাকিদের অনুসন্ধান চলছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে মোট ২২ জন ছিলেন। সোমবার সকালে বিমানের ধ্বংসাবশেষ মুস্তাংয়ে থাসাং টু-এর সানোসওয়ারে দেখা যায়। সোমবার সকালে উদ্ধারকাজ শুরু হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই মুস্তাং জেলার থাসাং-টু-এর সানোসওয়ারে ‘তারা বিমান সংস্থা’-র দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। মুস্তাংয়ের মুখ্য জেলা অফিসার নেত্রপ্রসাদ শর্মা জানিয়েছেন, আকাশ ও স্থলপথে যাত্রীদের অনুসন্ধান চলছে।

রবিবার সকাল দশটা নাগাদ পোখরা থেকে জমসম যাওয়ার পথে বেসরকারি সংস্থা পরিচালিত একটি বিমান ২২ জন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ ২২ জন যাত্রীর মধ্যে ৪ জন ভারতীয়, তাঁরা মহারাষ্ট্রের থানে জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। মুক্তিনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তাঁরা। নিখোঁজ হওয়ার আগে শেষবার বিমানটিকে দেখা গিয়েছিল নেপালের মুস্তাংয়ের জমসমের আকাশেই। তবে সেখানে অবতরণ করার আগেই বিমানটি ধবলগিরি পাহাড়ের দিকে ঘুরে যায়। তার পর আর বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি।

রবিবার মুস্তাংয়ে উদ্ধারকাজ শুরু হওয়ার কিছু পরেই বন্ধ করে দিতে হয়, আচমকা আবহাওয়ার অবনতি হওয়ায় এবং তুষারপাত শুরু হওয়ায় তল্লাশির জন্য পাঠানো হেলিকপ্টার ফিরিয়ে নিয়ে বাধ্য হয় নেপাল প্রশাসন। সোমবার সকাল হতেই আবার উদ্ধার কাজে নামে নেপাল সেনা। তারা জানিয়েছে, বিমানের ধ্বংসাবশেষটি মুস্তাংয়ে থাসাং টু-এর সানোসওয়ারে দেখা যায়। এখনও পর্যন্ত ১৬টি দেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ আরও ৬ জন। দেহগুলি আকাশপথে কাঠমান্ডুতে নিয়ে আসা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *