দেশে বাড়ল করোনা সংক্রমণ, নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কেরল

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : দিল্লি, মহারাষ্ট্রের পর এবার কেরল। নতুন করে দক্ষিণের এই রাজ্যে বাড়তে শুরু করেছে করোনা। গত ২৪ ঘন্টাতেই কেরলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭৯ জন। মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্ত ৫২৯ এবং ৪৪২ জন। যার জেরে দেশের সার্বিক করোনা পরিসংখ্যানেও উদ্বেগ বাড়ছে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৮ জন। যা আগের দিনের থেকে কিছুটা হলেও বেশি। দেশে করোনার অ্যাকটিভ কেস ১৭ হাজার ৮৭ জন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৪ শতাংশ। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৫৮৬ জন।
করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা চিন্তায় রাখলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ১১ হাজার ৩৭০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৩৫ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৩ কোটি ২৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৩ লক্ষের বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *