IndiGo: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে বিমানে উঠতে না দেওয়ায় ইন্ডিগোকে ৫ লক্ষ টাকা জরিমানা করল ডিজিসিএ

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : সম্প্রতি ঝাড়খণ্ডের রাঁচি বিমানবন্দরে বিশেষভাবে চাহিদা সম্পন্ন এক শিশুকে বিমানে উঠতে না দেওয়ার জন্য ইন্ডিগো এয়ারলাইনকে ৫ লক্ষ টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। শনিবার ডিজিসিএ এক বিবৃতিতে বলেছে, ঘটনাটি এই বছরের ৭ মে ঘটেছিল। এক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তার পরিবারের অন্যান্যদের সঙ্গে বিমানে উঠতে গেলে রাঁচি বিমানবন্দরে তাকে বোর্ডিং করতে অস্বীকার করা হয়েছিল। ডিজিসিএ এই ঘটনার তদন্ত করে ইন্ডিগো এয়ারলাইনকে ওই কর্মীকে একটি কারণ দর্শানোর নোটিশও জারি করা হয়েছিল। যদিও সেসময় বিমান সংস্থার পক্ষ থেকে ঘটনার দুঃখ প্রকাশও করা হয়েছিল। কিন্তু ডিজিসিএ ওই ঘটনার তদন্ত করে বিমান সংস্থাকে জরিমানা করে।