নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): বৃষ্টিপ্রেমীদের জন্য সুখবর! আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই কেরলে বর্ষা আগমণের সম্ভাবনা। শুক্রবার জানালেন ভারতীয় আবহাওয়া দফতরের আবহবিজ্ঞানী আর কে জেনামানি। তিনি বলেছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল। কেরলে বর্ষার আগমণ হতে পারে ২-৩ দিনের মধ্যেই।
আইএমডি-র আবহবিজ্ঞানী আর কে জেনামানি আরও জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের আরও কিছু অংশ এবং লাক্ষাদ্বীপের কিছু অংশে অগ্রসর হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় কেরলের উপকূল ও দক্ষিণ-পূর্ব আরব সাগরে মেঘের উপস্থিতি বেড়েছে। কেরলে বর্ষার আগমণ হতে পারে ২-৩ দিনের মধ্যেই।

