নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): হাঙ্গেরির বিদেশমন্ত্রী পিটার সিজার্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। উভয় দেশের বিদেশমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে হয়েছে আলোচনা।
এদিন দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, হাঙ্গেরির বিদেশমন্ত্রীর সঙ্গে উষ্ণ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা হয়েছে। অপারেশন গঙ্গার জন্য হাঙ্গেরি প্রশংসিত এবং হাঙ্গেরিতে ভারতীয় মেডিকেল ছাত্রদের ভর্তি নিয়ে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, কোভ্যাক্সিনের হাঙ্গেরির স্বীকৃতি দেওয়া এবং ভ্রমণের ব্যবস্থার জন্য উন্মুক্ততার কথা স্মরণ করা হয়েছে। এস জয়শঙ্কর আরও জানিয়েছেন, শিক্ষা ও সংস্কৃতি এবং বাণিজ্য নিয়েও হয়েছে আলোচনা।
হাঙ্গেরির বিদেশমন্ত্রী পিটার সিজার্তো জানিয়েছেন, “আজ আমরা সৌর শক্তির আন্তর্জাতিক জোটে যোগ দিয়েছি, যা ভারত ও ফ্রান্স চালু করেছে। আমরা আশা করছি আপনার সহযোগিতায় আমরা সৌর শক্তিতে আমাদের বিনিয়োগকে আরও ত্বরান্বিত করতে পারবা।” পিটার সিজার্তো জানিয়েছেন, ভারত ও হাঙ্গেরির মধ্যে অর্থনৈতিক কর্পোরেশন রেকর্ড ছুঁয়েছে।