নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : খেলোয়াড়দের সুবিধার্থে বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার থেকে সন্ধ্যা ৬টা নয়, দিল্লি সরকারের অধীনস্ত সমস্ত স্পোর্টস ফেসিলিটি খোলা থাকবে রাত দশটা অবধি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, সন্ধ্যা ৬টায় স্পোর্টস ফেসিলিটি বন্ধ হওয়ার কারণে আমাদের ক্রীড়াবিদরা সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাই আমরা নির্দেশ দিয়েছি যে দিল্লি সরকারের সমস্ত স্পোর্টস ফেসিলিটি এখন থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে ক্রীড়াবিদদের জন্য।
অরবিন্দ কেজরিওয়াল সরকারের এই সিদ্ধান্তের ফলে ক্রীড়াবিদ এবং খেলোয়াড়রা অনেক রাত পর্যন্ত অনুশীলন করার সুযোগ পাবেন। অনেক রাত পর্যন্ত খেলতে ইচ্ছুক এমন ক্রীড়াবিদদের কোনও অসুবিধা যাতে না হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি সরকার। ক্রীড়াবিদরা দিল্লি সরকারের এই সিদ্ধান্তে খুশি প্রকাশ করেছেন।