Accident : পৃথক দূর্ঘটনায় দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর এবং সিপাহীজলা জেলার মধুপুর পৃথক পথদুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷

ঘটনার বিবরণে জানা যায় কাঞ্চনপুরে বাইকের ধাক্কায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছিলেন৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷

এদিকে মধুপুর থানা এলাকায় পথদুর্ঘটনায় আশিষ রায় নামে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ ময়নাতদন্তের পর মৃত দেহ কলি সংশ্লিষ্ট পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *