নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ কৈলাসহরের বীরচন্দ্র নগর এলাকার টুকটুক চালকরা চোরদের আটক করার লক্ষ্যে রাত জেগে পাহারা দিতে শুরু করেছেন৷ জানা যায় রাতে এলাকার টুকটুক থেকে ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে রীতিমতো অসহায় হয়ে পড়েছেন টুকটুক চালকরা৷ কৈলাসহরের বীরচন্দ্র এলাকার বাসিন্দা টুকটুক চালকরা সিদ্ধান্ত নেন যেকোনো মূল্যে এই চোর চক্রকে আটক করতে হবে৷ তারা সিদ্ধান্ত নেন রাত জেগে লুকিয়ে পাহারা দিয়ে চোর চক্রকে তারা আটক করবেন৷ যেমন কথা ঠিক তেমনি কাজ৷ মঙ্গলবার রাতে টুকটুক চালকরা লুকিয়ে লুকিয়ে যখন পাহারা দিচ্ছিলেন তখন ঐ চোরের দল একদিন গাড়ি নিয়ে ওই এলাকায় প্রবেশ করে৷ তখন ঐ লুকিয়ে লুকিয়ে পাহারা দেওয়া নিযুক্ত টুকটুক চালকরা ওই গাড়িটিকে আটক করার চেষ্টা করেন৷
জানা যায় গাড়ি নিয়ে চুরি করার উদ্দেশ্যে তারা একটি বাড়িতে প্রবেশ করে৷ তখনই তারা বাড়িটি ঘেরাও করে তাদেরকে আটক করার চেষ্টা করে৷ অবস্থা বেগতিক দেখে চুরেরা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ অন্যান্যরা গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও এক চোরকে তারা আটক করতে সক্ষম হন৷ একজনকে আটক করে তারা উত্তম-মধ্যম দেন৷ তার নাম মিঠুন শীল৷ তাকে আটক করে কৈলাশহর থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশ ছুটে এসে আটক চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়৷
উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই এলাকায় চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চললেও পুলিশ এর কোনো কিনারা করতে পারছিল না৷ শেষ পর্যন্ত স্থানীয়রা রাত জেগে পাহারা দিয়ে চোরদের আটক করার উদ্যোগ নিয়ে সাফল্য পেয়েছে৷ স্থানীয় বাসিন্দাদের এধরনের কাজকর্মের ভূয়শী প্রশংসা করেছেন পুলিশ আধিকারিকরা৷