Narendra Modi: স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে কোয়াড, শান্তি নিশ্চিত করেছে ইন্দো-প্যাসিফিকে : প্রধানমন্ত্রী

টোকিও, ২৪ মে (হি.স.): স্বল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে কোয়াড, শান্তি নিশ্চিত করেছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। মঙ্গলবার কোয়াড শিখর সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে টোকিও-তে কোয়াড নেতাদের সম্মেলন ভেন্যুতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। পরে কোয়াড নেতাদের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কোয়াড স্তরে একটি মুক্ত, উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলকে উৎসাহিত করা হচ্ছে-এটি আমাদের সকলের যৌথ লক্ষ্য।”

মোদী বলেছেন, “কোয়াড অতি অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে। বর্তমানে কোয়াড-এর সুযোগ ব্যাপক হয়ে উঠেছে। আমাদের পারস্পরিক আস্থা, এবং আমাদের সংকল্প গণতান্ত্রিক শক্তিকে নতুন শক্তি ও উদ্দীপনা দিচ্ছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “কোভিডের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও, আমরা ভ্যাকসিন সরবরাহ, জলবায়ু কার্যকলাপ, সরবরাহ চেইন স্থিতিস্থাপকতা, দুর্যোগ প্রতিক্রিয়া, অর্থনৈতিক সহযোগিতা এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের সমন্বয় বাড়িয়েছি। এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করেছে।”