নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুরো নিগমের রামনগর পুলিশ ফাঁড়ির অধীনে থাকা টিআরটিসি গ্যারেজের সামনে রাস্তা সংস্কারের দাবিতে আগরতলা এয়ারপোর্ট এর মত একটি ব্যস্ততম রাস্তা অবরোধ করে এলাকাবাসী৷ সোমবার দিনের ব্যস্ততম সময়ে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের ফলে রাস্তার দুদিকে আটকে পড়ে যান বাহন৷ বিপাকে পড়েন বিমান যাত্রী সহ অনেকেই৷ দীর্ঘ ক্ষণ ধরে অবরোধ চলার পরে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী৷ পরবর্তী সময়ে ৪ বরজলা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতির নেতৃত্বে অবরোধ মুক্ত হয় রাস্তা৷
স্থানীয় বাসিন্দাদের দাবি মনিপুরী পাড়া থেকে আচার্য পাড়া পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় দীর্ঘ দিন ধরে পড়ে রয়েছে৷ এই রাস্তার কারণে কোন যানবাহন চলাচল করে না৷ বৃষ্টিতে কাদা হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে সড়কটি৷ বহুবার রাস্তা সংস্কার করে দেওয়ার দাবি জানানো হলেও কোন সদুত্তর মেলেনি৷ তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করা হয়৷
এদিকে মন্ডল সভাপতি জানান এই রাস্তার বিষয় নিয়ে কথা বলা হয়েছে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ৪ বরজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর দিলীপ দাস এর সঙ্গে৷ এদিকে মণ্ডল সভাপতির আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত হলেও স্থানীয়রা বসে থাকেননি৷ এদিনই আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সঙ্গে এক ডেপুটেশনে মিলিত হন স্থানীয়রা৷ সেখানে অতিসত্বর রাস্তাটি সংস্কার করে দেওয়ার দাবি জানান তারা৷ যদিও বিষয়টি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন পুর নিগমের মেয়র৷ তবে নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তাটি মেরামত না করা হলে পুনরায় তারা আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এদিন৷

