চণ্ডীগড়, ২৩ মে (হি.স.) : স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনা হল জেলবন্দি কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে। সোমবার সকালে সিধুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাতিয়ালার রাজীন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
১৯৮৮ সালে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে গুরনাম সিংকে একজনকে মারধর করে এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয় বলে। এই মামলায় সুপ্রিম কোর্ট তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার পর তাকে ২০ মে পাতিয়ালা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। আদালত সিধুকে ১০০০ টাকা জরিমানা করেছে এবং এই মামলায় সিধুর সহযোগী রুপিন্দর সিং সান্ধুকে খালাস দিয়েছে।
এরআগে এই মামলায় ১৯৯৯ সালের পাতিয়ালার দায়রা আদালতের বিচারক মামলায় প্রমাণের অভাবে সিধু এবং তার সহযোগীকে খালাস দেন। ওই রায়কে চ্যালেঞ্জ ফের পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের মামলা চলে। ২০০৬ সালে সিধুকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল। এরপর এই আদেশকে চ্যালেঞ্জ করে সিধু সুপ্রিম কোর্টে আপিল করেন।