কলকাতা, ২৩ মে (হি.স.) : করোনা পরিস্থিতিতে রাজ্যে আট দফা ভোট করানো নিয়ে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা মামলা সোমবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ ওই মামলা খারিজ করে দেওয়ার পাশাপাশি মন্তব্য করেছে, রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নিজের এক্তিয়ার সম্পর্কে ওয়াকিবহালই নন।করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচন কমিশন রাজ্যে আট দফার ভোট করেছিল। এ নিয়ে রাজনৈতিক স্তরে সমালোচনা ছিল। বিশেষত, শাসকদল তৃণমূল কংগ্রেস একাধিকবার বলেছে, বাংলায় অত মানুষের মৃত্যুর পিছনে ছিল কমিশনের তুঘলকি সিদ্ধান্ত।
হাইকোর্টে মামলা দায়ের করে বলা হয়েছিল, ওই কারণে বহু শিশুর ক্ষতি হয়েছে। করোনা আক্রান্ত শিশুদের কাছে সঠিক সময়ে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। অনেক শিশুর প্রাণ গিয়েছে। তাই ক্ষতিপূরণ দিক নির্বাচন কমিশন। এই মর্মে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। এই মামলার রায়ে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, নিজেদের হাতে থাকা ক্ষমতা প্রয়োগ না করে এক্তিয়ার বহির্ভূতভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন কমিশনের চেয়ারপার্সন।